Skip to main content

Posts

Showing posts from 2020
#সংঘরাজ ড. ধর্মসেন মহাথের মহোদয় বাংলাদেশে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, আন্তর্জাতিক খ্যাতিমান  বৌদ্ধ পন্ডিত , বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য #সংঘরাজ ড. ধর্মসেন মহাথের মহোদয় আজ রাত ১২:৫৮ মিনিটে মহাপ্রয়ান করেছেন এই মহাজীবনের প্রতি বিনম্র শ্রদ্ধায় বন্দনা ও পুন্যদান করছি । আরো একটি নক্ষত্রের পতন..... বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, ঊনাইনপুরা লংকারাম বিহারের মহামান্য অধ্যক্ষ, অগ্রমহাসদ্ধর্মজ্যোতিকাধজ্জ, ত্রিপিটক সাহিত্য চত্রুবর্তী, মহামান্য সংঘরাজ ড.ধর্মসেন মহাস্থিবর মহোদয়,সেই মহান পুরুষের মহাপ্রয়াণে বিনম্র বন্দনা.... সবাই সাদুবাদ জানিয়ে পুন্য দান করোন🙏🙏🙏 পুজন বড়ুয়া Pujan barua Niloy  
করোনা ভাইরাস কী একুশ শতকের প্রথম বিপর্যয় পৃথিবী ধ্বংস হওয়ার রব মাঝে মাঝেই শোনা যায়। গত ২০ বছরে সব থেকে আলোচিত দুইটা সংবাদ ছিল ২০০০ এবং ২০১২ সালের পৃথিবী ধ্বংসের ভবিষ্যৎ বাণী। কিছু কিছু লোক তা নিয়ে মাতামাতি করলেও তার প্রভাব ছিল নগণ্য। তবে পৃথিবীর ধ্বংস নিয়ে হলিউড যতগুলো সিনেমা তৈরি করেছে তা এ সংক্রান্ত ঝুঁকির ঘটনা থেকে অনেক বেশি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অনেক বারই তৃতীয় বিশ্বযুদ্ধের কথা এসেছে। তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত না হলেও পৃথিবীকে আতঙ্কিত করার মতো ঘটনা কম ছিল না। দেশে দেশে যুদ্ধ, চেরনোবিল দুর্ঘটনা, সোভিয়েত বনাম যুক্তরাষ্ট্রের শীতল যুদ্ধ, অসংখ্য ঘূর্ণিঝড়, বন্যা, সুনামির মতো ঘটনা উল্লেখযোগ্য। ২০০১ সালে টুইন টাওয়ার হামলার পরে বিশ্ব ব্যবস্থায় অর্থনৈতিক, ধর্মীয়, পররাষ্ট্র এবং সামাজিক ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন ঘটে। সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন চলেছে। সঙ্গে আরব বসন্ত ছিল। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অর্থনৈতিক, সামাজিক এবং স্বাস্থ্যগত ক্ষেত্রে বড় বিপর্যয় হয়েছে। এ ঘটনাগুলোর কোনোটাই সারা বিশ্বকে এক যোগে সম্পৃক্ত করে নি। ঘটনাগুলো ছিল বি...
Pujan barua niloy-21/03/2020 My House Manikpur   Pujan barua niloy-21/03/2020 My house    কথা হবে দেখা হবে প্রেমে প্রেমে মেলা হবে কাছে আসা আসি আর হবেনা,,, চোঁখে চোঁখে কথা হবে ঠোটে ঠোটে নাড়া দেবে ভালো বাসা বাসি আর হবেনা,,,, শত রাত জাগা হবে থালে ভাত জমা রবে খাওয়া দাওয়া কিছু মজা হবে না,,, হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে এই মোন ভেঙ্গে যাবে জানো না,,, আমার এই বাজে স্বভাব কোনদিন যাবে না,,,, আমার এই বাজে স্বভাব কোনদিন যাবে না,,,, ভুলভাল ভালোবাসি কান্নায় কাছে আসি ঘৃনা হয়ে চলে যাই থাকিনা,,, কথা বলি একা একা সেধে এসে খেয়ে ছেকা কেনো গাল দাও আবার বুঝিনা,,,, খুব কালো কোন কোনে গান শোনাবো গোপনে দেখো যেনো আর কেও শোনেনা,,,, গান গেয়ে চলে যাবো বদনাম হয়ে যাবো সুনাম তোমার হবে হোকনা,,,, আমার এই বাজে স্বভাব কোনদিন যাবে না,,,, আমার এই বাজে স্বভাব কোনদিন যাবে না,,,, যদি তুমি ভালোবাসো ভালো করে ভেবে এসো খেলে ধরা কোনো খানে রবে না,,,, আমি ছুয়ে দিলে পরে অকালেই যাবে ঝরে গলে যাবে যে বরফ গলে না,,,,, আমি গলা বেঁচে খাবো কানের আসে পাশে রব ঠোটে ঠোট রেখে কথা হবে না,,, কারো একদ...
My picture-Pujan Barua Niloy